Views Bangladesh Logo

বাংলাদেশ ব্যাংকের এক বছরে নিট মুনাফা ২২,৬০০ কোটি টাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা মোট পরিচালনা মুনাফা দাঁড়িয়েছে প্রায় ৩৩ হাজার কোটি টাকা। এখান থেকে আনুষঙ্গিক খরচ ও কর বাদ দিয়ে নিট মুনাফা নিরূপণ করা হয়েছে ২২ হাজার ৬০০ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক গত অর্থবছরের তুলনায় এবার উল্লেখযোগ্যভাবে বেশি মুনাফা করেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ব্যাংকটির মোট মুনাফা ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে নিট মুনাফা ১৫ হাজার ৩০০ কোটি টাকা ছিল। অর্থাৎ মাত্র এক বছরের মধ্যে নিট মুনাফা বেড়েছে প্রায় ৭ হাজার ৩০০ কোটি টাকা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৪৩তম পরিচালকের সভায় গত অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়।

বিবরণী অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের আয় থেকে অর্জিত ২২ হাজার ৬০০ কোটি টাকার নিট মুনাফা সরকারি কোষাগারে হস্তান্তর করা হবে। আগের অর্থবছরে সরকারকে ১০ হাজার ৬৫২ কোটি টাকা দেয়া হয়েছিল। এছাড়া, নিট মুনাফার একটি অংশ থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিজস্ব বেসিক বেতনের ছয় গুণ ইনসেনটিভ বোনাসও অনুমোদন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকের নিট মুনাফা ছিল ১০ হাজার ৭৪৮ কোটি টাকা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ