Views Bangladesh Logo

আমদানির মূল্য পরিশোধে সময়সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলায় শিল্প খাতের কাঁচামাল ও কৃষি উপকরণ আমদানির মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতিমালা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাক-টু-ব্যাক এলসি, কৃষি উপকরণ এবং রাসায়নিক সারসহ সরবরাহকারী ও ক্রেতার ঋণের আওতায় আমদানি বিল পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে।


এই সিদ্ধান্ত আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিল থেকে ঋণ নিয়ে করা আমদানির ক্ষেত্রে এই সময়সীমা বৃদ্ধির সুবিধা প্রযোজ্য হবে না।

দেশের অভ্যন্তরে কার্যরত সকল অনুমোদিত বৈদেশিক মুদ্রা ডিলারদের প্রধান কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ