বাংলাদেশ–তুরস্ক ফুটবল উন্নয়নে যৌথ সহযোগিতার আশ্বাস
ফুটবল উন্নয়নে পারস্পরিক সহযোগিতায় একমত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। শুক্রবার তুরস্কের ইস্তানবুলে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে অংশ নেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ সভাপতি ইব্রাহিম আথেম হাজি ওসমানো। আলোচনা শেষে দুই দেশের ফুটবলে যৌথ উদ্যোগ ও সহযোগিতার বিষয়ে একমত হন তারা।
বৈঠকে বাংলাদেশের তরফ থেকে প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তি, টেকসই ফুটবল কাঠামো গঠন এবং জনপ্রিয়তা বৃদ্ধির দিকগুলো তুলে ধরা হয়। ক্রীড়া উপদেষ্টা সজীব বাংলাদেশের নারী ফুটবল দলের সঙ্গে তুরস্কের নারী দলের একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন।
টিএফএফ সভাপতি প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করে জানান, পরিস্থিতি অনুকূল হলে আগস্টেই ম্যাচ আয়োজন সম্ভব হতে পারে। পাশাপাশি কোচ ও রেফারিদের প্রশিক্ষণ, ক্রীড়া চিকিৎসা, এবং কারিগরি সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ইয়ুথ সামিটে টিএফএফ সভাপতিকে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়।
বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের ক্রীড়াক্ষেত্রে সম্পর্ক আরও জোরালো করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে