Views Bangladesh Logo

গঙ্গার পানি চুক্তি নিয়ে মঙ্গলবার আলোচনায় বসছে ঢাকা-দিল্লি

ঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নবায়ন সামনে রেখে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের সদস্যরা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছেন। বৈঠকে অংশ নিতে যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য আবুল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন।


আবুল হোসেনগণমাধ্যমকে জানান, এটি কমিশনের নিয়মিত মিটিং। এ মিটিংয়ে সাধারণত গঙ্গার পানি বণ্টন চুক্তি ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, অর্থাৎ চুক্তি অনুযায়ী নদীর পানি ভাগাভাগি হচ্ছে কি না সেটা দেখা হয়। জানুয়ারি থেকে মে সময় পর্যন্ত ফারাক্কা ব্যারেজে দুই দেশের প্রতিনিধি থাকেন। তারা প্রতিদিন চারবার করে পানি পরিমাপ করেন এবং ১০ দিনের গড় হিসাব করে দুই দেশ কতটুকু পানি পেল, সেটা দেখা হয়। এ মিটিংয়ের আনুষ্ঠানিক আলোচনা মূলত এসব বিষয়ে। তবে আমরা অন্যান্য বিষয়েও অনানুষ্ঠানিকভাবে আলোচনা করে থাকি।


তিনি বলেন, শুষ্ক মৌসুমে চাহিদা অনুযায়ী পানি গঙ্গা নদীতে থাকে না। ফলে গড়াই নদীতে পানির প্রবাহ কমে যায়, সুন্দরবন পানি পায় না। এরকম পরিস্থিতির মুখোমুখি অনেক বছর ধরে বাংলাদেশ হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তি নবায়নের সময় বাংলাদেশ গড়ে ৪০ হাজার কিউসেক পানি চাইবে। পাশাপাশি চুক্তিটি দীর্ঘমেয়াদি করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।


কমিশনের এই সদস্য আরও বলেন, তবে এ বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনায় এখনো শুরু হয়নি। আলোচনা শুরু করা সরকারের সিদ্ধান্ত। আমরা যৌথ নদী কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছি। ভারত কী কী চাইতে পারে সেই বিষয়েও আমাদের ধারণা রয়েছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চাহিদা কী হতে পারে সেটাও প্রস্তুত করা হয়েছে।


সূত্রে জানা গেছে, বৈঠকে ধরলা, দুধকুমার, গোমতী, খোয়াই, মনু ও মুহুরীসহ মোট ১৪টি নদীর পানিবণ্টন চুক্তি করার বিষয়ে বাংলাদেশ প্রস্তাব করবে। বাংলাদেশ চায় উভয় দেশ আন্তর্জাতিক পদ্ধতি মেনে এসব নদীর পানি ব্যবহার করুক।


১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি হয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ বছর মেয়াদি এই চুক্তি করেন।


২০২৬ সালের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হবে। ২০২৪ সালে হাসিনার ভারত সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে দুই দেশ বিশেষজ্ঞ পর্যায়ে পর্যালোচনায় রাজি হয়েছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ