Views Bangladesh Logo

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠাল বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

য়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানে ত্রাণসামগ্রী আফগানিস্তানের উদ্দেশ্যে পাঠানো হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ । গতকাল বৃহস্প‌তিবার রা‌তে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ‌্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ২ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত ও প্রায় ৩ হাজার মানুষ গুরুতর আহত হয়েছে। এছাড়া ৮ হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার নির্দেশে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ পাঠাচ্ছে। ত্রাণ প্রেরণ ও হস্তান্তরে অংশ নিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল।

উল্লেখ্য, ২০২২ সালের ভূমিকম্পের পরও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ