Views Bangladesh Logo

৯ বছরের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে জয়ের একদিন পরই ফিফা র‌্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ ফুটবল দল। হ্যাভিয়ের ক্যাবরেরার নেতৃত্বাধীন দলের র‌্যাঙ্কিং তিন ধাপ উন্নীত হয়েছে।

আগের ৯৯৪ রেটিং পয়েন্টের সঙ্গে ১৭ পয়েন্ট যোগ হয়ে বাংলাদেশের মোট রেটিং হয়েছে ৯১১। ফলে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৩ থেকে ১৮০ স্থানে উঠে এসেছে হামজা–জামালদের দল। এটি গত ৯ বছরের মধ্যে বাংলাদেশের সেরা অবস্থান। এর আগে ২০১৬ সালের মার্চে ১৭৭তম স্থানে ছিল বাংলাদেশ।

ভারতের পয়েন্ট কমে ১৮ পয়েন্ট হ্রাস পায় এবং র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ নামতে হয়েছে। বর্তমানে ভারতের অবস্থান ১৪২ নম্বরে। শীর্ষ চার স্থানে কোনো পরিবর্তন হয়নি; স্পেন শীর্ষে থাকছে, এরপর অবস্থান করছে আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। ব্রাজিল, পর্তুগাল ও নেদারল্যান্ডস যথাক্রমে পাঁচ, ছয় ও সাত নম্বরে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ