সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে জমজমাট এক সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’। নির্ধারিত ২০ ওভারে দুই দলই সমান ১৯৪ রান করলে ম্যাচ গড়ায় রুদ্ধশ্বাস সুপার ওভারে।
প্রথমে ব্যাট করে সুপার ওভারের দুই বলেই দুই উইকেট হারিয়ে কোনো রান তুলতে পারেনি ভারত। ফলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। যদিও প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে ইয়াসির আলী আউট হয়ে উত্তেজনা বাড়ান, শেষ পর্যন্ত ভারতের দেওয়া ওয়াইডেই জয়ের দেখা পায় বাংলাদেশ।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। ওপেনার জিসান (১৪ বলে ২৬) দ্রুত ফিরে গেলেও হাবিবুর রহমানের ৪৬ বলে ৬৫ রানের দারুণ ইনিংসে স্থায়ী ভিত্তি পায় দল। শেষ দিকে এসএম মেহরব হোসেন (১৮ বলে ৪৮*) ও ইয়াসির আলীর (৯ বলে ১৭*) তাণ্ডবে শেষ ১২ বলেই আসে অবিশ্বাস্য ৫০ রান। ছয় উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯৪।
ভারতের হয়ে সবচেয়ে সাশ্রয়ী বোলিং করেন সুযশ শর্মা (৪-০-১৭-১)। গুরজাপনীত সিং নেন দুই উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও সমানতালে লড়াই করে। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৮) ও প্রিয়াংশ আর্য (২৩ বলে ৪৪) আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত ম্যাচ নিজেদের দিকে নিয়ে যাচ্ছিলেন। শেষদিকে জিতেশ শর্মা (৩৩) লড়াই করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ভারতের গতি থামিয়ে দেয়। শেষ বলে প্রয়োজন ৪ রান—আকবর আলীর বলে ভারত নেয় ৩ রান, ম্যাচ যায় সুপার ওভারে।
বাংলাদেশের হয়ে দুই উইকেট করে নেন রাকিবুল হাসান ও আবু হায়দার রনি। রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইন নেন একটি করে উইকেট।
সুপার ওভারে রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে দুই বলেই অলআউট হয় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলে উইকেট হারালেও ওয়াইড থেকে আসে জয়সূচক রান।
রোমাঞ্চে ভরা এই জয়ে ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ ‘এ’ দল। রোববার শ্রীলঙ্কা বা পাকিস্তানের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে লাল-সবুজরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে