Views Bangladesh Logo

নেপালকে হারিয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

স্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে বড় ব্যবধানে হারের পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩২ রানে পরাজিত করে নুরুল হাসান সোহানের দল।

শনিবার (১৬ আগস্ট) আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে বাংলাদেশ। জবাবে নেপাল ৭ উইকেটে ১৫৪ রানের বেশি করতে পারেনি।

ব্যাট হাতে ইনিংসের শুরুটা ছিল বেশ আক্রমণাত্মক। দুই ওপেনার নাঈম শেখ ও জিশান আলম ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে সংগ্রহ করেন ৫৩ রান। তবে নাঈম ১৮ বলে ২৫ রান করে বিদায় নিলে ভাঙে ৬০ রানের উদ্বোধনী জুটি। অপরদিকে জিশান আলম দুর্দান্ত ফিফটি তুলে নিয়ে ৪৫ বলে ৭২ রানের ইনিংস খেলেন।

মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব দেখিয়েছেন কার্যকর ব্যাটিং। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ২৩ বলে ঝোড়ো ৪৮ রান করেন তিনি। তবে অন্যরা খুব একটা সুবিধা করতে না পারায় নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ থেমে যায় ১৮৬ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে নেপালের হয়ে কুশল মাল্লা ৪৭ বলে অপরাজিত ৫৯ রান করলেও দলের জয় নিশ্চিত করার মতো সঙ্গ পাননি। ওপেনার আসিফ শেখ ২৮ এবং লোকেশ বাম ১৫ রান করেন। নন্দন যাদব ছিলেন অপরাজিত ১৪ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান সবচেয়ে সফল, ১৮ রান খরচায় তিনি নিয়েছেন ৩ উইকেট। এছাড়া হাসান মাহমুদ পেয়েছেন ২টি উইকেট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ