বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা, রক্ষণ ও বিকাশে নিবেদিত জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি আজ উদযাপন করছে প্রতিষ্ঠার ৭০ বছর। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশজ কৃষ্টি, ইতিহাস ও আধুনিক সাহিত্যচর্চার অন্যতম অঙ্গনে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দিনব্যাপী কর্মসূচি। সকালে সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর সকাল ১০টায় একাডেমির প্রতিনিধি দল ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে।
বিকেল সাড়ে ৩টায় আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সভাপতিত্ব করবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আর মূল বক্তব্য উপস্থাপন করবেন গবেষক ও সাহিত্যিক ফয়জুল লতিফ চৌধুরী।
রাষ্ট্রভাষা আন্দোলনের পরপরই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় একটি নিবেদিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা থেকে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসে শুরু হওয়া এই প্রতিষ্ঠান ধীরে ধীরে জাতির সাংস্কৃতিক পরিচয় রক্ষার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে ওঠে।
গত সাত দশকে বাংলা একাডেমি ভাষা ও সাহিত্য গবেষণা, প্রকাশনা, শব্দকোষ প্রণয়ন, লোকসংস্কৃতি সংগ্রহ, পাঠচর্চা, জাতীয় সাহিত্যোৎসব আয়োজনসহ নানা কার্যক্রমের মাধ্যমে দেশের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাঙালির সাহিত্য-সৃজন ও সংস্কৃতির উত্তরাধিকারকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা আজ আরও সুদৃঢ় হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে