Views Bangladesh Logo

রংপুরে ‘অর্জন’ ভাস্কর্য থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে দিল জুলাই যোদ্ধারা

 VB  Desk

ভিবি ডেস্ক

রংপুরে মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ ভাস্কর্য ‘অর্জন’ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়েছেন কয়েকজন। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে তারা নিজেদেরকে “জুলাই যোদ্ধা” পরিচয় দিয়ে রংপুর সিটি করপোরেশনের একটি গাড়িতে এসে কালো রঙ দিয়ে বঙ্গবন্ধুর ছবি ঢেকে দেয়। সেই সময় তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে উল্লাস করছিল বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে রংপুর সিটি করপোরেশনের একটি গাড়িতে করে মডার্ন মোড়ে পৌঁছায় দলটি। সেখানে পৌঁছানোর পর স্লোগান দিতে দিতে তারা ভাস্কর্যের ওপরে থাকা শেখ মুজিবুর রহমানের ছবিটি মুছে দিতে কালো রঙের স্প্রে ব্যবহার করেন এবং শেখ মুজিবুর রহমানের ছবি মুছে দিয়ে উল্লাস প্রকাশ করেন তারা।

জুলাই যোদ্ধাদের স্লোগানে উঠে আসে— 'জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি।

এই ঘটনাটিকে আওয়ামী লীগ সম্পর্কিত প্রতীক ও স্মারকগুলোর ওপর ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ৫ ফেব্রুয়ারি রংপুর জেলা স্কুল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দেয়া হয়েছিল। একই ধরনের ঘটনা রংপুর জেলা পরিষদ ভবন এবং জেলার কয়েকটি উপজেলা এলাকাতেও ঘটে।

জুলাই আন্দোলনের একজন মুখপাত্র ইমরান আহমেদ সাংবাদিকদের বলেন, “রংপুরে ফ্যাসিস্ট শাসনের কোনো প্রতীক থাকবে না। যেখানেই ফ্যাসিবাদের উপস্থিতি দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে উঠবে।”

এর আগে গত ৫ আগস্টও একই ভাস্কর্যের ওপরে থাকা বঙ্গবন্ধুর ছবি জাতীয় পতাকা দিয়ে ঢেকে ‘প্রতীকী প্রতিবাদ’ জানিয়েছিল আন্দোলনকারীরা। তাদের ভাষ্য অনুযায়ী সেটি ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর উদ্‌যাপন।

শুক্রবার সকাল পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ