বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
আজ ১০ জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন তিনি।
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের বিজয় চূড়ান্ত পূর্ণতা লাভ করে। এর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ধানমন্ডির তাঁর বাসা থেকে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায় এবং সেখানে কারাবন্দী করে রাখে।
স্বাধীনতার জন্য যখন পুরো জাতি রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত, তখন শেখ মুজিব পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়ে দিন কাটাচ্ছিলেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বিশ্বজুড়ে চাপ সৃষ্টি হয়। আন্তর্জাতিক চাপের মুখে পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী অবশেষে তাঁকে সম্মানের সঙ্গে মুক্তি দিতে বাধ্য হয়।
১৯৭২ সালের ৮ জানুয়ারি কারাগার থেকে মুক্ত হয়ে শেখ মুজিবুর রহমান প্রথমে পাকিস্তান থেকে যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখান থেকে তিনি ভারতে সফর করেন এবং পরে ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে