Views Bangladesh Logo

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন

ঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে স্টেডিয়ামটির নতুন নাম ‘জাতীয় স্টেডিয়াম’।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল জাতীয় স্টেডিয়ামটি। আওয়ামী লীগ সরকারের আমলে এই স্টেডিয়ামে নাম পরিবর্তন করা হয়।

১৯৫৪ সালে ঢাকার প্রাণকেন্দ্র পল্টন এলাকায় নির্মিত হয় এই স্টেডিয়াম। এক সময় এই স্টেডিয়ামে সব ধরনের খেলা হতো। ক্রিকেট থেকে ফুটবল, আবার ফুটবল থেকে ক্রিকেট খেলার প্রধান ভেন্যু হিসেবে স্টেডিয়ামটি ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে ফুটবলের প্রধান ভেন্যু এটি।

এখনো এক নম্বর জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত অনেক ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও কালের স্বাক্ষী এই স্টেডিয়ামটি। এই ভেন্যুর ধারণক্ষমতা প্রায় ৩৬ হাজার। এখন সংস্কার কাজ চলছে স্টেডিয়ামটির। শিগগিরই নবরূপে দেখা যাবে নতুন নামকরণ করা জাতীয় স্টেডিয়ামটিকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ