Views Bangladesh Logo

বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বুধবার (১৪ জানুয়ারি)  সকাল সাতটায় তার মৃত্যু হয় ।

ফেরদৌস আরা সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি হন। তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন এবং ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর ইউএনও হিসেবে যোগদান করেছিলেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, ফেরদৌস আরা মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন। তার পরিবার জানিয়েছে, তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শ্বশুরবাড়িতে দাফন করা হবে।

ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর শেখদী এলাকায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ