Views Bangladesh Logo

সোমবার জুরাইন কবরস্থানে বদরুদ্দীন উমরের দাফন

প্রখ্যাত চিন্তক, লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং মার্কসবাদী তাত্ত্বিক প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দীন উমরকে সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামপুরের জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ইন্তেকাল করেন বদরুদ্দীন উমর। সকালে অসুস্থ অবস্থায় বাসা থেকে হাসপাতালে আনা হয়েছিল তাকে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন তিনি।

জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা জানান, বদরুদ্দীন উমরের বড় মেয়ে বিদেশে আছেন। সোমবার বাবাকে দাফনের আগেই দেশে ফিরবেন তিনি। প্রয়াতের ইচ্ছানুসারে জুরাইন কবরস্থানে দাফনের আগে প্রথম জানাজা জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হবে।

দাফনের আগে সকাল ১০টায় জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে বলেও জানান ফয়জুল হাকিম।

৯৪ বছর বয়সী বদরুদ্দীন উমর শিক্ষা, রাজনীতি এবং সাহিত্যে তার কাজের মাধ্যমে বাংলাদেশের সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যদিও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন, পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন এবং সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ