১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আলোচনা
প্রায় ১৮ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২২ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিগগির দেশে ফেরার সম্ভাবনা ও তাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ও আলোচনায় আসে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ নিয়েও সংক্ষেপে আলোচনা হয়।
চারদলীয় জোট সরকারের সময় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর। দায়িত্বকালে তিনি নানা সময়ে প্রশংসা ও সমালোচনা—দুই দিকেই আলোচনায় ছিলেন। দীর্ঘদিন পর সচিবালয়ে তার উপস্থিতিকে ঘিরে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সরব উপস্থিতি দেখা যায়।
নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য বাবরের নাম ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগপত্রে অন্তর্ভুক্ত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। ২০১৮ সালের ১ অক্টোবর ঢাকার একটি আদালত তাকে মৃত্যুদণ্ড দেন।
তবে ২০২৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন এবং ২০২৫ সালের ১৬ জানুয়ারি সব মামলা থেকেও অব্যাহতি পান। সেদিনই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি, যা ছিল টানা সাড়ে ১৭ বছরেরও বেশি সময়ের কারাবাসের সমাপ্তি।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনী, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান এবং সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে