কৃত্রিম অক্সিজেন ছাড়াই ‘মানাসলু’ জয় করলেন বাবর আলী
বাংলাদেশের পর্বতারোহণে নতুন মাইলফলক সৃষ্টি করেছেন বাবর আলী। কৃত্রিম অক্সিজেন ছাড়াই তিনি পৃথিবীর অষ্টম সর্বোচ্চ শৃঙ্গ ‘মানাসলু’ (৮,১৬৩ মিটার) জয় করেছেন। বাংলাদেশ সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে শিখরে পৌঁছান তিনি।
এটি কোনো বাংলাদেশির জন্য প্রথম আট হাজারি শৃঙ্গ জয়ের ঘটনা, যেখানে কৃত্রিম অক্সিজেন ব্যবহার করা হয়নি। বাবরের সাথে শিখরে পৌঁছান তার পর্বতসাথী বীরে তামাং।
এ ছাড়া অন্য দুই বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদ ও তৌফিক আহমেদ তমালও ‘মানাসলু’ জয় করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টায় পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয় করেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল।
‘মানাসলু’ পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট)। এটি পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত। উচ্চতায় ৮ম হলেও বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে এর অবস্থান চতুর্থ।
বাবর আলীর এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে এক অনন্য প্রাপ্তি। ২০২৪ সালে এভারেস্ট জয়ের পর, তিনি আন্তর্জাতিক পর্বতারোহণে আরও এক দৃষ্টান্ত স্থাপন করলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে