রূপালী গিটারের রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ
বাংলাদেশের ব্যান্ডসংগীত মানেই যে কয়েকটি নাম অনায়াসে উচ্চারিত হয়, তার মধ্যে শীর্ষে থাকবেন আইয়ুব বাচ্চু। ভক্তদের কাছে তিনি শুধু একজন সংগীতশিল্পী নন, ছিলেন এক জাদুকর, যিনি গিটারের তারে বুনেছেন জীবনের গল্প। আজ, ১৬ আগস্ট, তার জন্মদিন। ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের ব্যান্ডসংগীতের এই কিংবদন্তি। যদি বেঁচে থাকতেন তবে আজ ৬৩ বছরে পা দিতেন তিনি।
২০১৮ সালের ১৮ অক্টোবর হঠাৎ না ফেরার দেশে পাড়ি জমালেও তার সৃষ্টিই আজও শোনায় জীবন্ত কণ্ঠস্বর। এলআরবি’র প্রতিষ্ঠাতা হিসেবে তিনি শুধু একটি ব্যান্ডই গড়েননি, বরং বাংলাদেশে ব্যান্ডসংগীতকে দাঁড় করিয়েছেন শক্ত ভিতের ওপর। ‘ফেরারি মন’, ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘রূপালী গিটার’ কিংবা ‘কষ্ট পেতে ভালোবাসি’ এসব গান হয়ে উঠেছে প্রজন্ম থেকে প্রজন্মের অমলিন সম্পদ।
শুধু ব্যান্ড নয়, একক ক্যারিয়ারেও ছিল তার উজ্জ্বল উপস্থিতি। ‘রক্তগোলাপ’ দিয়ে শুরু, এরপর ‘ময়না’, আর এলআরবি’র প্রথম ডাবল অ্যালবাম যা ছিল দেশের সংগীত ইতিহাসে এক নতুন অধ্যায়। ১৯৯৩ সালে প্রকাশিত ‘সুখ’ অ্যালবাম তাকে পৌঁছে দেয় আকাশচুম্বী সাফল্যের শিখরে।
আইয়ুব বাচ্চু ছিলেন বহুমাত্রিক শিল্পী। গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে আধুনিক গান, লোকগীতি, চলচ্চিত্রের গান সবখানেই রেখেছেন নিজের অনন্য ছাপ। কিন্তু তারকা খ্যাতির উজ্জ্বল আলোতেও তিনি ছিলেন সহজ-সরল মানুষ, যিনি শেষদিন পর্যন্ত চেয়েছিলেন শুধু একজন “ভালো মানুষ” হতে।
তার বিদায়ের পর কেঁদেছিল পুরো জাতি। তবু তিনি আজও বেঁচে আছেন গান ও সুরে। তার রূপালী গিটার এখনো বাজে হাজারো ভক্তের হৃদয়ে, হয়ে ওঠে নতুন প্রজন্মের অনুপ্রেরণা।
আজকের দিনে তাই তাকে স্মরণ করার ভাষা একটাই আইয়ুব বাচ্চু ছিলেন, আছেন, থাকবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে