Views Bangladesh Logo

আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু আজ থেকে সাত বছর আগে (১৮ অক্টোবর ২০১৮) পৃথিবীকে বিদায় জানান। তবে “রুপালি গিটারের জাদুকর” এখনো বেঁচে  আছেন কোটি ভক্তের হৃদয়ে।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেয়া আইয়ুব বাচ্চু ছিলেন ব্যান্ড ‘এলআরবি’-এর প্রতিষ্ঠাতা ও ফ্রন্টম্যান। গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবে তিনি তার অনন্য গিটারবাদন ও সংগীতধারার মাধ্যমে বাংলাদেশের রক ও ব্যান্ড সংগীতে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।

তার সংগীতযাত্রা শুরু হয় ১৯৭৮ সালে ব্যান্ড ‘ফিলিংস’-এর মাধ্যমে। পরে তিনি প্রায় এক দশক ‘সোলস’-এর লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। নব্বইয়ের দশকে তিনি গঠন করেন ‘এলআরবি’, যা বাংলাদেশের ব্যান্ডসংগীতে এক নতুন যুগের সূচনা করে।

‘চলো বদলে যাই’, ‘ফেরারী মন’, ‘রুপালি গিটার’ ও ‘সেই তুমি’ এইসব গান প্রজন্ম পেরিয়ে আজও সমান জনপ্রিয়। ক্যাসেট প্লেয়ার থেকে শুরু করে আজকের স্ট্রিমিং অ্যাপ সব জায়গাতেই তার গান ভালোবাসা, বেদনা ও প্রতিবাদের প্রতীক হয়ে আছে।

মাত্র ৫৬ বছর বয়সে তার জীবনাবসান হলেও তার সুর এখনো অমর। আজ দেশজুড়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছেন, আর তার পরিবার দিবসটি পালন করছেন ব্যক্তিগতভাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ