Views Bangladesh Logo

খালেদা জিয়ার জানাজায় এসে আয়াজ সাদিক ও এস জয়শঙ্করের সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। সাক্ষাৎকালে দুই নেতা করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৈঠকের শুরুতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় নেতা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তবে এ সময় পাকিস্তান-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জিও নিউজ এই সাক্ষাৎকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে উল্লেখ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়, এটি মে ২০২৫-এর পর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের সাক্ষাৎ।

বিশ্লেষকদের মতে, ঢাকায় অনুষ্ঠিত এই সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। শোকানুষ্ঠানের প্রেক্ষাপটে হওয়া এই সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে পাকিস্তান-ভারত সম্পর্কের বরফ গলতে পারে—এমন ইঙ্গিতও দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ