Views Bangladesh Logo

দলের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে নির্বাচন ‘ঠেকিয়ে’দেবে আওয়ামী লীগ: জয়

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা না উঠলে তাদের সমর্থকেরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ‘ঠেকিয়ে দেবে’। তিনি সতর্ক করে বলেন, ‘পরিস্থিতি এমন হলে আন্দোলন সহিংসতায় গড়াতে পারে।’

রোববার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় এই মন্তব্য করেন। ঠিক তার পর দিনই আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে।

১৪০০ জনকে হত্যার উসকানি, নির্দেশনা, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ’—এই পাঁচ অভিযোগে ৭৮ বছর বয়সী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন এবং আদালতের চোখে পলাতক হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। তবে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগগুলো ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।

রয়টার্সকে জয় বলেন, ভারত তার মাকে ‘সম্পূর্ণ নিরাপত্তা’ দিচ্ছে এবং ‘রাষ্ট্রপ্রধানের মতোই’ দেখভাল করছে। তার ভাষায়, ‘রায় কী হবে আমরা জানি। তারা সরাসরি সম্প্রচার করবে, দোষী সাব্যস্ত করবে এবং হয়তো মৃত্যুদণ্ড দেবে। কিন্তু আমার মা ভারতে নিরাপদ।’

রয়টার্স জানায়, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

জয় আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না। ‘আমাদের বিক্ষোভ আরও তীব্র হবে। যা প্রয়োজন, আমরা তা-ই করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচনের আগেই দেশে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে—সংঘাত হবেই।’

অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। ফলে ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না।

জয় বলেন, তিনি ও তার মা দেশের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, তবে অন্তর্বর্তী সরকার বা বিএনপির সঙ্গে কোনো যোগাযোগ নেই। ‘গত কয়েক দিন ধরে সারা দেশে শাটডাউন, বড় বিক্ষোভ—এসব আরও বাড়বে,’ মন্তব্য জয়ের।

শেখ হাসিনার রায়কে ঘিরে গত কয়েক দিন ঢাকাসহ নানা এলাকায় বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের গুলির নির্দেশ দিয়েছে পুলিশ। প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা ঘটছে, পাশাপাশি রাজধানীতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

রয়টার্স মন্তব্য করেছে—দেড় দশকের ক্ষমতায় শেখ হাসিনা যেমন দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন এনেছেন, তেমনি মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের দমন-পীড়নের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখেও পড়েছেন। তার সময়ে হওয়া তিনটি নির্বাচনের মধ্যে দুটি বিএনপি ও অন্যান্য বিরোধী দল বর্জন করে।

জয় বলেন, ‘তিনি (শেখ হাসিনা) হতাশ, রাগান্বিত, ক্ষুব্ধ। আর আমরা সবাই দৃঢ়প্রতিজ্ঞ—যে কোনো উপায়ে লড়াই চালিয়ে যাব।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ