নারায়ণগঞ্জে কারাগারে হেফাজতে থাকা আওয়ামী লীগ নেতার মৃত্যু
নারায়ণগঞ্জ জেলা কারাগারে হেফাজতে থাকা ৫৫ বছর বয়সী আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা গেছেন।
নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার বাসিন্দা হুমায়ূন কবির ওই এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি মৃত চান শরীফ সরদারের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ ১৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক দাবি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ হুমায়ূন কবিরকে আটক করে। প্রথমে তার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।
জেল সুপার ফোরকান ওয়াহিদ জানান, হঠাৎ বুকে ব্যথা অনুভূত হলে তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়, পরে অবস্থার অবনতি হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে