Views Bangladesh Logo

আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় শুরু হতে পারে: ড. ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, এর নিবন্ধনও বাতিল করা হয়নি। কেবল দলটির রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে তিনি জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিও-কে দেয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, এই স্থগিতাদেশের কারণে দলটি আপাতত রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারছে না। তিনি বলেন, 'তারা বৈধ রাজনৈতিক দল, তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। এসব কার্যক্রম যে কোনো সময় পুনরায় শুরু হতে পারে।'

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না—এমন প্রশ্নের উত্তরে ড. ইউনূস জানান, কোন দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সে বিষয়ে স্পষ্ট করার দায়িত্ব নির্বাচন কমিশনের। 'তারা নির্বাচন আয়োজন করছে, তাই এ বিষয়ে তাদের কাছেই সঠিক উত্তর আছে।'

ড. ইউনূস বলেন, আওয়ামী লীগের কোটি সমর্থক আছে—এমন দাবি তিনি মানেন না। তবে তিনি স্বীকার করেন যে ভোটারদের মধ্যে তাদের সমর্থন রয়েছে। 'তাদের সমর্থকেরা, অন্য সব ভোটারের মতোই, ভোট দিতে পারবেন। তবে ব্যালটে কেবল আওয়ামী লীগের প্রতীক থাকবে না।'

আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে ড. ইউনূস বলেন, 'তারা নিজেদের রাজনৈতিক দল বলে দাবি করলেও রাজনৈতিক দলের মতো আচরণ করতে ব্যর্থ হয়েছে। তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তার দায়ভার নেয়নি। বরং প্রায়ই অন্যদের ওপর দোষ চাপিয়েছে।'

সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও উঠে আসে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ