Views Bangladesh Logo

অভিজিৎ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত ফারাবি জামিনে মুক্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবি শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন।

  কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ১০টা ১৫ মিনিটে তিনি বের হন বলে নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, 'গত রাতে আমরা হাইকোর্ট থেকে জামিন-সংক্রান্ত কাগজপত্র পেয়েছি। যাচাই-বাছাই শেষে আজ সকালে তাকে মুক্তি দেয়া হয়েছে।'

গত ৩০ জুলাই ফারাবির পক্ষে দায়ের করা আপিলের পর হাইকোর্ট তাকে জামিন দেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে হত্যা করা হয়। স্বামীকে বাঁচাতে গিয়ে বন্যা গুরুতর আহত হন।

পরদিন অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড এবং ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া, আকরাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মুজাম্মেল হোসেন সাইমন এবং আরাফাত রহমান সিয়াম। এর মধ্যে মেজর জিয়া ও আকরাম হোসেন এখনো পলাতক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ