ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে টাওয়ারকো, ইনডোরেও অবকাঠামো শেয়ার জরুরি
টেলিকম খাতে অবকাঠামো শেয়ার নিয়ে অপারেটর-টাওয়ারকো বিরোধ, টাওয়ারকো অ্যাসোসিয়েশন গঠনের প্রেক্ষাপট, ফাইভজি ও ইন্টারনেটের দাম, টেলিকম পলিসিসহ এই খাতের গুরুত্বপূর্ণ সব ইস্যু নিয়ে আল-আমীন দেওয়ানের মুখোমুখি দেশের সবচেয়ে বড় টাওয়ার কোম্পানি ইডটকো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও টাওয়ারকো অ্যাসোসিয়েনের সভাপতি সুনীল আইজ্যাক…