
যে কারণে মাইলস্টোনে উদ্ধার কাজ শুরুতে বিলম্ব
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ঘটনাস্থলে উদ্ধার অভিযান সোমবারের মতো আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শেষ করে নিজ নিজ কর্মস্থলে ফিরে যান। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একাধিক সংস্থার কর্মীরা অত্যন্ত দক্ষতা এবং পেশাদারিত্ব নিয়ে এই উদ্ধার কাজ সম্পন্ন করেন। তবে, উদ্ধার কাজ শুরু করতে দেরি হওয়ার ব্যাপারে স্থানীয়দের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। অনেকেই দাবি করেন, সময়মতো উদ্ধার কাজ শুরু হলে নিহতদের সংখ্যা কম হতো।