ব্রাজিলের দাপুটে জয়, চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেসাও
বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ব্রাজিল। রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। এ জয়ের ফলে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে সেলেসাওরা।