Views Bangladesh Logo
author image

শেখ সাদী খান

  • সুরকার ও সংগীত পরিচালক

  • থেকে

শেখ সাদী খান: সুরকার ও সংগীত পরিচালক
ভেবেছিলাম হয়তো ক্রিকেটার হব, হয়ে গেলাম সুরকার
ভেবেছিলাম হয়তো ক্রিকেটার হব, হয়ে গেলাম সুরকার

ভেবেছিলাম হয়তো ক্রিকেটার হব, হয়ে গেলাম সুরকার

উপমহাদেশের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান। বাংলাদেশের সংগীতের জাদুকর বলে অভিহিত করা হয় তাকে। উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। উল্লেখযোগ্য- ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’, ‘ডাকে পাখি খোলো আঁখি’, ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে/ একটি কথাই শুধু জেনেছি আমি/ পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’, ‘আমি চিরকাল প্রেমেরই কাঙাল’ গানগুলো অন্যতম। ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক বিভাগে এবং ২০১০ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। শিল্পকলা ও সংগীতে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।