Views Bangladesh Logo
author image

মৌসুমী ইসলাম

  • থেকে

দেশে তৈরি সরঞ্জাম ২৫ শতাংশ চিকিৎসাব্যয় কমাবে
দেশে তৈরি সরঞ্জাম ২৫ শতাংশ চিকিৎসাব্যয় কমাবে

দেশে তৈরি সরঞ্জাম ২৫ শতাংশ চিকিৎসাব্যয় কমাবে

প্রমিক্সকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৌসুমী ইসলামের তাৎপর্যপূর্ণ নেতৃত্ব দেশের স্বাস্থ্যসেবামূলক পণ্য শিল্পের নীতি উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছে। খুব বাড়িয়ে বলা হবে না, যদি বলা হয় যে তার নিরলস প্রচেষ্টার কারণেই জাতীয় শিল্পায়ন নীতি ২০২২-এ স্বাস্থ্যসেবামূলক যন্ত্রাংশ ও সরঞ্জাম শিল্প অন্তর্ভুক্তকরণ সম্ভব হয়েছে।