Views Bangladesh Logo
author image

মাহবুব সরকার

  • সাংবাদিক

  • থেকে

লেখক: সাংবাদিক
জাতীয় খেলা কাবাডির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
জাতীয় খেলা কাবাডির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ

জাতীয় খেলা কাবাডির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ

জাতীয় খেলা হিসেবে দেশের ৫২ ক্রীড়া ফেডারেশনের মধ্যে কাবাডির তো বিশেষ গুরুত্ব পাওয়ার কথা। গুরুত্বটা এতদিন কাগজ-কলমে সীমাবদ্ধ ছিল। ‘পুস্তক বন্দি’ অবস্থা থেকে বেরিয়ে আসার পথটা কি ক্রমেই চওড়া হচ্ছে জাতীয় খেলায়! ঘরে-বাইরে নানা আয়োজন, জাতীয় ক্রীড়া পরিষদের কার্যক্রমে অগ্রাধিকার পাওয়া, কাবাডি ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব কিন্তু তেমন বার্তাই দিচ্ছে।

ঋতুদের বিশ্বকাপ স্বপ্ন এবং বাস্তবতা
ঋতুদের বিশ্বকাপ স্বপ্ন এবং বাস্তবতা

ঋতুদের বিশ্বকাপ স্বপ্ন এবং বাস্তবতা

আরও একটি অর্জন- নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে পা রাখল। ঐতিহাসিক এ অর্জনের পর উচ্ছ্বাসে ভাসছেন নারী ফুটবলাররা। আবেগ, উচ্ছ্বাসে অনেকেই তো এখনই ঋতুপর্ণা চাকমাদের নিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্নও দেখছেন। বাংলাদেশ কি আদৌ বিশ্বকাপ নিয়ে ভাবার মতো অবস্থায় আছে!

ভুলের খেসারত : সুযোগে সদ্ব্যবহারে ব্যর্থতা
ভুলের খেসারত : সুযোগে সদ্ব্যবহারে ব্যর্থতা

ভুলের খেসারত : সুযোগে সদ্ব্যবহারে ব্যর্থতা

হামজা চৌধুরীর ইংলিশ লিগে খেলার অভিজ্ঞতা আছে, খেলেছেন ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ জাতীয় দলেও। সামিত সোম খেলেন কানাডা লিগে, দেশটির জাতীয় দলে খেলার অভিজ্ঞতাও আছে এ মিডফিল্ডারের। ফাহমিদুল ইসলাম ইতালির নিচু সারির লিগে খেললেও গতি, হার না মানা মানসিকতায় এ ফরোয়ার্ডও সমৃদ্ধ। ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজী তো বাংলাদেশ রক্ষণে আস্থার প্রতীক। উল্লিখিতরা নিজেদের দক্ষতায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সমৃদ্ধ করেছেন; কিন্তু এ রসদগুলো এক সুতোয় গাঁথার কাজটাই যে হলো না! যা করতে হয় কোচকে।

বিসিবিতে আবারও পরিবর্তনের গুঞ্জন
বিসিবিতে আবারও পরিবর্তনের গুঞ্জন

বিসিবিতে আবারও পরিবর্তনের গুঞ্জন

ফারুক আহমেদ পদত্যাগ করতে পারেন- বুধবার মাঝরাতের পর থেকে গুঞ্জনটা ক্রমেই ডালপালা মেলছিল। সেটা এখনো গুঞ্জনের পর্যায়েই আছে; কিন্তু স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত খবরে যা বলা হচ্ছে, তাতে গুঞ্জনটা দ্রুতই আনুষ্ঠানিকতা পেতে পারে! সে গুঞ্জন বাস্তবায়িত হয় কি না- সময়ই বলতে পারে; কিন্তু দেশের ক্রিকেট প্রশাসনে যে অস্থিরতা চলছে- এটা নির্দ্বিধায় বলা যাচ্ছে। বোর্ডের অস্থিরতা অনূদিত হচ্ছে মাঠেও!

‘সাদা-কালো’ মোহামেডানে রঙের ছোঁয়া
‘সাদা-কালো’ মোহামেডানে রঙের ছোঁয়া

‘সাদা-কালো’ মোহামেডানে রঙের ছোঁয়া

ট্রান্সফার মার্কেট ডটকমের দেওয়া তথ্য বলছে, ইন্টার মিলানের স্কোয়াড মূল্য ৬৬৩ দশমিক ৮০ মিলিয়ন ইউরো। বিপরীতে বার্সেলোনার স্কোয়াড মূল্য ১ দশমিক ০২ বিলিয়ন ইউরো। বার্সাকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নাম লেখায় ইতালিয়ান ক্লাবটি। স্কোয়াড মূল্য যে কেবলই একটি সংখ্যা- এটি প্রমাণিত হয় প্রায়ই। প্রমাণিত হয়েছে এবারের চ্যাম্পিয়ন্স লিগেও। ঘরোয়া ফুটবলেও কিন্তু সেটা প্রমাণিত হলো- কাগজ-কলমের হিসাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রমাণ করল মোহামেডান। কাগজ-কলমের হিসাবে গেল কয়েক মৌসুমের মতো এবারও হেভিওয়েট দল বসুন্ধরা কিংস। আবাহনী মৌসুমের অর্ধেকটা পথ পাড়ি দিয়েছে স্থানীয় ফুটবলারদের সমন্বয়ে। মোহামেডানের স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে তুলনা টানলে আবাহনীকেই কিন্তু এগিয়ে রাখতে হবে। সেই মোহামেডান এবার লিগ শিরোপা ঘরে তুলল বসুন্ধরা কিংস ও আবাহনীকে টপকে।

ভাগ্য লেখা হবে এল ক্লাসিকোয়
ভাগ্য লেখা হবে এল ক্লাসিকোয়

ভাগ্য লেখা হবে এল ক্লাসিকোয়

কোপা দেল রে চ্যাম্পিয়ন কাতালান জায়ান্টরা লিগ শিরোপা দিয়ে ‘ডাবলস’ জয় করতে পারে। পথটা প্রশস্ত হবে আরেকটি এল ক্লাসিকো জয়ে। সেক্ষেত্রে দুই দলের ব্যবধান বেড়ে দাঁড়াবে ৭ পয়েন্টে। বাকি তিন ম্যাচে সে ব্যবধান ঘোচানো কঠিন নয়, প্রায় অসম্ভব। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জিতে গেলে দুই দলের ব্যবধান কমে ১ পয়েন্টে নেমে আসবে। সে ক্ষেত্রে দুদলের হাতে থাকা বাকি তিন ম্যাচ নিয়ে তৈরি হবে রাজ্যের কৌতূহল।

...