প্রেম, হরর মুভি এবং হংকং-চায়না ম্যাচ!
আধুনিক ফুটবল এখন কেবল গোললাইন থেকে টাচলাইনে সীমাবদ্ধ নয়। এটি প্রযুক্তির, মনস্তাত্ত্বিক, কথার এবং কৌশলের লড়াই; কিছু ক্ষেত্রে কূট-কৌশলেরও। হংকং-চায়নার বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা খেলল, সেটা বিকেল কিংবা সন্ধ্যায়ও আয়োজন করা যেত; কিন্তু ম্যাচ রাত ৮টায় শুরু করার পেছনে একটা উদ্দেশ্য ছিল- প্রতিপক্ষ দলকে সম্ভাব্য জটিলতায় ফেলা; ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচের আগে ঝামেলার মধ্যে রাখার উদ্দেশ্যে।