জাতীয় খেলা কাবাডির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ
জাতীয় খেলা হিসেবে দেশের ৫২ ক্রীড়া ফেডারেশনের মধ্যে কাবাডির তো বিশেষ গুরুত্ব পাওয়ার কথা। গুরুত্বটা এতদিন কাগজ-কলমে সীমাবদ্ধ ছিল। ‘পুস্তক বন্দি’ অবস্থা থেকে বেরিয়ে আসার পথটা কি ক্রমেই চওড়া হচ্ছে জাতীয় খেলায়! ঘরে-বাইরে নানা আয়োজন, জাতীয় ক্রীড়া পরিষদের কার্যক্রমে অগ্রাধিকার পাওয়া, কাবাডি ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব কিন্তু তেমন বার্তাই দিচ্ছে।