মানুষ পুকুর-খালকে অতীত নয়, ভবিষ্যতের অংশ হিসেবে দেখুক
একসময় ঢাকা ছিল খাল, পুকুর ও নদীর শহর। আজ সেই জলজ নেটওয়ার্ক হারিয়ে যাচ্ছে দখল ও উন্নয়নের চাপে। বর্তমান প্রজন্মের কাছে ঢাকার সেই রূপ হয়তো এখন গল্পের মতো শোনায়, কারণ অধিকাংশ খাল ও পুকুর আজ বিলীন। নগরজীবন, পরিবেশ ও নাগরিক সংকট নিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে কাজ করছেন সাংবাদিক ও লেখক হেলিমুল আলম। সম্প্রতি প্রকাশিত তার দুটি গবেষণাধর্মী গ্রন্থ- ‘‘Oasis Lost to Urban Sprawl: An In-Depth Look into Dhaka’s Lost Ponds’’ এবং ‘‘Dhaka’s Canals on Their Dying Breath, An In-Depth Look at How the Capital's Waterways Are Being Choked’’ নগর ইতিহাস ও পরিবেশ আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে পাঠকের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ভিউজ বাংলাদেশের পক্ষে ‘নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ’ (ইউডিজেএফবি)-এর সাধারণ সম্পাদক ফয়সাল খান তার সাংবাদিকতা, মাঠ গবেষণা, শৈশবের স্মৃতি এবং জলাশয় রক্ষার প্রতিশ্রুতি বিষয়ে একটি সাক্ষাৎকার নেন।