বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৪ দেশকে ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ তালিকায় যুক্ত করলো অস্ট্রেলিয়া
দক্ষিণ এশিয়ার চারটি দেশ—ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটানকে ‘সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। এর ফলে এসব দেশের শিক্ষার্থী ভিসা আবেদনের ক্ষেত্রে যাচাই–বাছাই আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
খবরে বলা হয়েছে, গত বছর অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির প্রায় এক-তৃতীয়াংশই এসেছিল ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটান থেকে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রকৃত শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখা এবং সম্ভাব্য ঝুঁকি আরও ভালোভাবে মোকাবিলার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, নতুন এই ব্যবস্থা অস্ট্রেলিয়ায় মানসম্মত শিক্ষা নিতে আগ্রহী প্রকৃত শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে।
মুখপাত্র আরও বলেন, সরকার চায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা আস্থা রাখুক যে তারা একটি উচ্চমানের শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ করছে এবং অস্ট্রেলিয়া সেই মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন বিভাগের সাবেক উপ-সচিব ড. আবুল রিজভী এই সিদ্ধান্তকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন। তার মতে, এ ধরনের ঝুঁকি ক্যাটাগরি সাধারণত বছরে একবারই হালনাগাদ করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে