স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক
স্কিন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার আপডেট শেয়ার করে সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।
ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে সাবেক এই অজি অধিনায়ক লেখেন, “স্কিন ক্যান্সার সত্যিই হয়েছে। আজ আবারও নাক থেকে একটি ক্যান্সার কোষ কেটে ফেলা হয়েছে। এটা মনে করিয়ে দেয়ার জন্য বলছি—আপনার ত্বক পরীক্ষা করান। প্রতিরোধই সবচেয়ে ভালো উপায়, তবে আমার ক্ষেত্রে নিয়মিত পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই মূল বিষয়। আমি ডা. বিশ সোলিমানের কাছে কৃতজ্ঞ যে, আগেভাগেই তিনি এটা ধরতে পেরেছেন।”
২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন ক্লার্ক। তিনি ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্ট ও ওয়ানডে—দুই ফরম্যাটেই অধিনায়কত্ব করেছেন তিনি। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ৭৪টি টেস্টের মধ্যে ৪৭টিতে জয় পেয়েছে এবং ১৩৯টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি।
তার অধিনায়কত্বেই অস্ট্রেলিয়া ২০১৩-১৪ অ্যাশেজ সিরিজে ৫-০ ব্যবধানে জয়লাভ করে এবং ২০১৫ সালে বিশ্বকাপ জেতে। আক্রমণাত্মক কৌশল ও মানসিক দৃঢ়তার জন্য পরিচিত ক্লার্ককে অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করা হয়।
স্কিন ক্যান্সার মূলত ত্বকের অস্বাভাবিক কোষ বৃদ্ধির ফলে হয়, যা সাধারণত সূর্যের অতিবেগুনি রশ্মি বা ট্যানিং বেডের কারণে ঘটে। এটি বিশ্বব্যাপী সবচেয়ে সাধারণ ক্যান্সার, এবং আগাম শনাক্তকরণ ও চিকিৎসা সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বে স্কিন ক্যান্সারের হার সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ায়। এর কারণ দেশটির উচ্চ অতিবেগুনি রশ্মি, নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান এবং অধিকাংশ মানুষের ফর্সা ত্বক। পরিসংখ্যান অনুযায়ী, ৭০ বছর বয়সের আগেই প্রতি তিনজনের মধ্যে দুইজন অস্ট্রেলিয়ান স্কিন ক্যান্সারে আক্রান্ত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে