Views Bangladesh Logo

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের শুনানি বৃহস্পতিবার

 VB  Desk

ভিবি ডেস্ক

কুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের শুনানির দিন বৃহস্পতিবার (১৭ জুলাই) ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যদের সাজা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলটি করেছেন রাষ্ট্রপক্ষ।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার (১৫ জুলাই) এই দিন নির্ধারণ করেন।

সর্বোচ্চ আদালতে বিএনপির সিনিয়র আইনজীবীদের মধ্যে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোক, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং আরও কয়েকজন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

১ জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ। তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরসহ সব দণ্ডপ্রাপ্তকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চ্যালেঞ্জের পর এই পদক্ষেপ নেয়া হয়।

১২ জানুয়ারি বিচারিক আদালতের রায় বাতিল করে খালাসের রায় দেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় দেন, ‘বিচার অবৈধ এবং নিম্ন আদালতে ব্যবহৃত চার্জশিট আইনত অগ্রহণযোগ্য’।

২০১৮ সালের ১০ অক্টোবর মূল বিচারের রায়ে গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে প্রাক্তন প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও প্রাক্তন উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক শাহেদ নূর উদ্দিন।

বিচারিক আদালতের রায় এবং সংশ্লিষ্ট নথি ২০১৮ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের ডেথ রেফারেন্স বিভাগে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ