আগস্ট ২১ গ্রেনেড হামলা মামলা: তারেক ও বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
২০০৪ সালের আগস্ট ২১ গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে হাইকোর্টের খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ছয় সদস্যের আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষ প্রথম দিনের যুক্তি উপস্থাপন করে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত ও বহু মানুষ আহত হন। ঘটনার পর মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। তদন্ত করে সিআইডি ২০০৮ সালে চার্জশিট দাখিল করে।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর মামলার তদন্ত সম্প্রসারিত হয়। তারেক রহমানসহ ৩০ জন নতুন করে আসামির তালিকায় যুক্ত হন।
২০১৮ সালের ১০ অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূরউদ্দিন ১৯ জনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক দুই মন্ত্রী ছাড়াও ছিলেন কাশ্মীরি জঙ্গি আব্দুল মাজেদ ভাট, মাওলানা তাজউদ্দীন ও শেখ আবদুস সালাম।
মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে ২০১৮ সালের ২৭ নভেম্বর। ২০২২ সালের ডিসেম্বরে বিচারপতি শাহিদুল করিম ও মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে শুনানি শুরু হয়। পরে বেঞ্চ পুনর্গঠনের পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন ২০২৫ সালের ১ ডিসেম্বর সব আসামিকে খালাস দেন।
এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল গৃহীত হয় ২০২৫ সালের ২১ এপ্রিল। সেই আপিলেরই শুনানি এখন চলমান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে