Views Bangladesh Logo

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক, বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার

 VB  Desk

ভিবি ডেস্ক

০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য মঙ্গলবার (২৭মে) দিন ধার্য করেছে আপিল বিভাগ।

বিচারিক আদালত এ মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাবরকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে পরবর্তীতে হাইকোর্ট রায় বাতিল করে তাদের খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করতে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করে।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির তালিকায় মামলাটি প্রথম বিষয়ে উঠে এলে শুনানির তারিখ হিসেবে মঙ্গলবার নির্ধারণ করা হয়।

এর আগে, ১৫ মে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ শুনানি ২৬ মে পর্যন্ত মুলতবি করেছিলেন। তবে সোমবার প্রধান বিচারপতি আদালতে উপস্থিত না থাকায় শুনানি আরও একদিন পেছানো হয়।

আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এস. এম. শাহজাহান সাংবাদিকদের বলেন, “লিভ-টু-আপিল আবেদনগুলোর শুনানি চলছে। আজ প্রধান বিচারপতি আদালতে উপস্থিত না থাকায় শুনানির তারিখ আগামীকাল নির্ধারণ করা হয়েছে।”

উল্লেখ্য, ২১ আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা হিসেবে বিবেচিত। হামলার লক্ষ্য ছিল আওয়ামী লীগের একটি সমাবেশ। এ হামলায় ২৪ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ