Views Bangladesh Logo

এস আলমের জব্দ শেয়ার নিলামে তুলে ইসলামী ব্যাংকের দেনা পরিশোধের দাবি

 VB  Desk

ভিবি ডেস্ক

সলামী ব্যাংকের অর্থ লুট ও অনিয়মে অভিযুক্ত এস আলম গ্রুপের জব্দ করা শেয়ার ও সম্পদ বিক্রি করে ব্যাংকটির দেনা পরিশোধের দাবি জানিয়েছে সচেতন ব্যবসায়ী ফোরাম। স্বাভাবিক কার্যক্রম ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে পূর্ববর্তী পরিচালনা পর্ষদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তরের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এস আলম গ্রুপের অধীনে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে অপসারণ, অভ্যন্তরীণ অডিট ও তদন্ত কমিটি গঠন করে লেনদেন ও শেয়ার হস্তান্তরের পূর্ণ হিসাব প্রকাশ এবং যোগ্যতার ভিত্তিতে খোলামেলা বিজ্ঞপ্তির মাধ্যমে মেধাবীদের নিয়োগেরও দাবি জানান ফোরামটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সচেতন ব্যবসায়ী ফোরামের সদস্য সচিব ও ব্যবসায়ী নেতা মো. মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতার অপব্যবহার করে প্রকৃত স্পন্সর ডিরেক্টরদের বোর্ড থেকে বাদ দিয়ে এস আলম গ্রুপকে ব্যাংকটিকে নিয়ন্ত্রণে বসানো হয় বলে অভিযোগ তোলেন তিনি।

মুস্তাফিজুর রহমান বলেন, ইসলামী ব্যাংক দেশের প্রথম ইসলামী বাণিজ্যিক ব্যাংক হিসেবে দীর্ঘদিন শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল। তবে গত কয়েক বছরে একটি প্রভাবশালী গ্রুপের বেদখল, শেয়ার জালিয়াতি, অবৈধ নিয়োগ ও অর্থপাচারের মতো ঘটনায় ব্যাংকটির সুনাম ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হকস বে-এর চেয়ারম্যান ও বারভিডার সভাপতি আব্দুল হক বলেন, ‌'আমরা আর কোনো অর্থনৈতিক অলিগার্ক দেখতে চাই না। এস আলমের তত্ত্বাবধানে থাকা শেয়ারগুলো দ্রুত নিলামে তুলে ব্যাংকের দায় পরিশোধের ব্যবস্থা করা হোক। একই সঙ্গে পূর্ববর্তী পরিচালনা পর্ষদের কাছে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দিতে হবে'।

তিনি বলেন, আদালতে সংযুক্ত এস আলমের অন্য সম্পদও বিক্রি করে ব্যাংকের দায় শোধে বাংলাদেশ ব্যাংককে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সংবাদ সম্মেলনে শিল্পোদ্যোক্তা আল মামুন ও ব্যবসায়ী আতাউল্লাহ বলেন, সব ধরনের অবৈধ নিয়োগ ও লেনদেনে ইসলামী ব্যাংক বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে। গত সাত বছরে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকারও বেশি। এছাড়া, প্রায় এক লাখ কোটি টাকা লোপাট এবং নানা অনিয়ম মিলিয়ে ইসলামী ব্যাংক বর্তমানে টিকে থাকার লড়াই করছে।

সংগঠনটির নেতারা মনে করেন, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাংকটি ধ্বংসের মুখে পড়বে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ