বৈষম্যবিরোধী আইন প্রণয়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার প্রয়োজন: অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রাজনৈতিক দলগুলোকে বৈষম্যবিরোধী আইন প্রণয়নে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বৈষম্যবিরোধী আইন প্রণয়নের নাগরিক সংলাপে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, 'যদি রাজনৈতিক দলগুলো এই আইন প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ না হয়, তবে তাদের আমাদের ভোট প্রত্যাশা করা উচিত নয়। আমাদের একটি শক্তিশালী আইন প্রয়োজন, কারণ অস্পষ্ট আইন কখনো ন্যায়বিচার দিতে পারে না। এই বিষয়ে আইন কমিশন ও আইন মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে আমরা বাধ্য করতে চাই।'
নাগরিক সংলাপটি আয়োজন করে সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজি, বাংলাদেশ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং সিটিজেন্স ইনিশিয়েটিভ— জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায়।
আয়োজকদের প্রশংসা করে অ্যাটর্নি জেনারেল বলেন, 'এই আয়োজন আমার চিন্তা, অনুভূতি, আশা ও আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে সংযুক্ত।'
বাংলাদেশের সংবিধানকে বিশ্বের অন্যতম সেরা সংবিধান বলে উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমার বিশ্বাসের ভিত্তি সেই সংবিধানে, যা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজি’র আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর বিশিষ্ট ফেলো। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ব্লাস্টের নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার সারা হোসেন।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশের (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কফি রতন, অর্থনীতিবিদ ড. এস. আর. ওসমানী, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা দ্রাগান পপোভিচ, এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে