পদত্যাগ করে বিএনপির মনোনয়ন চান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন চেয়েছেন এবং ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল সংক্রান্ত আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী, নমিনেশন পাবো।'
ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি আরও বলেন, 'আমি ভোট করবো। ওই আসনের জন্যই নমিনেশন চেয়েছি। এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বে আছি, তবে নির্বাচনের সময় এলে পদত্যাগ করবো।'
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্প্রতি তিনি নিজ এলাকায় গণসংযোগ ও নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন বলেও জানা গেছে।
এর আগে সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। তবে ঝিনাইদহ-১সহ জেলার তিনটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে