ধর্মের নামে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে: মির্জা ফখরুল
বাংলাদেশে পরিকল্পিতভাবে বড় ধরনের বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টি করতে চায়।
রোববার (৭ নভেম্বর) রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ ধর্মভীরু, এবং বিএনপিও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। তবে ধর্মকে হাতিয়ার করে রাষ্ট্র ও সমাজকে বিভক্ত করা তাদের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, 'বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। ১৯৭১ সালের স্বাধীনতার মূল চেতনা ছিল সবার বাংলাদেশ।'
বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে উল্লেখ করে ছাত্রদলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, 'গ্রামে গেলে আমি দেখতে পাই না যে ছাত্রদল ৩১ দফা ঠিকভাবে পৌঁছে দিতে পেরেছে।'
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উপস্থিতি ও কার্যক্রম বাড়াতে হবে। কারণ এসব স্থানে সংগঠনের দুর্বলতা সাম্প্রতিক নির্বাচনগুলোতে দলের ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে