জাতীয় নির্বাচনকে পেছানোর চেষ্টা করা হচ্ছে: নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, 'জাতীয় নির্বাচনকে পেছানোর চেষ্টা করা হচ্ছে।'
তিনি মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এই মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, দলের কোনো নেতা বা কর্মীর আচরণে জনগণ যদি অসন্তুষ্ট হয়, তাহলে গোটা দল ক্ষতিগ্রস্ত হবে। তিনি যোগ করেন, গোটা দল ক্ষতিগ্রস্ত হওয়া মানে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সম্মানহানি ঘটবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বিনীতভাবে অনুরোধ করেন, নিজেদের মধ্যে এমন কাজ করবেন না এবং অন্য কেউ করলে তা বাধা দেবেন, নতুবা অনভিপ্রেত পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং আবদুস সালাম তালুকদারের পরিবারের সদস্যরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে