ডিপজলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নামে হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রশিদা আক্তারে স্বামী আব্দুল মজিদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালতে মামলাটি করেন।
এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড পর অভিযোগের ব্যাপারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ৮ জুলাই অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে রাশিদা আক্তার বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলা তুলে নেয়ার জন্য ভুক্তভোগী নারীর স্বামীকে মেরে বস্তাবন্দি করে বুড়িগঙ্গায় ফেলে দেয়ার হুমকি দেয়া হয় বলে অভিযোগ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে