Views Bangladesh Logo

রাজশাহীতে বিচারকের বাসায় হামলাকারী ‘পূর্বপরিচিত’: পুলিশ

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় হামলার ঘটনায় অভিযুক্ত হামলাকারী লিমন বিচারকের পরিবারের পূর্বপরিচিত বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের পর এ হামলার ঘটনায় নিহত হন বিচারকের ছোট ছেলে তাওসিফ রহমান। ব্যক্তিগত সমস্যা থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, বিচারকের স্ত্রীর পূর্ব পরিচিত লিমন মিয়া আর্থিক দূরাবস্থার কথা বলে টাকা চায়। দু-একবার তা দেয়া হলেও সম্প্রতি মোটা অঙ্কের টাকা দাবি করে ঘাতক লিমন। পরে তা দিতে অস্বীকার করলে বিচারকের স্ত্রীকে ফেসবুকে হুমকিও দেয় সে। পরে আজ সরাসরি বাড়িতে আসে সে। এরপরই এ হামলার ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলছেন, ‘হামলাকারী লিমন এ পরিবারের সঙ্গে পূর্বপরিচিত। আগে থেকেই কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। হামলাকারীও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।’

তিনি বলেন, ‘অর্থ লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে সমস্যা ছিল। এর আগে ওই বিচারক লিমনের বিরুদ্ধে থানায় একটি জিডিও করেছিলেন।’

এ ঘটনায় আহত বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত অপারেশন থিয়েটারে নেয়া হয়। আর ঘাতক লিমন মিয়াকে ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাকে আটক দেখিয়েছে পুলিশ।

হামলায় অভিযুক্ত লিমন মিয়া বারবার টাকা চাওয়ায় গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে জানায় পুলিশ।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ