Views Bangladesh Logo

চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলা, নিহত ১

 VB  Desk

ভিবি ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) ডেপুটি অ্যাডিশনাল ডিআইজি (ডিএডি) মো. মোতালেব নিহত হয়েছেন। এ ছাড়া অভিযানে থাকা র‍্যাবের তিন সদস্যকে দুর্বৃত্তরা জিম্মি করে রেখেছে। ঘটনার পর সন্ধ্যায় র‍্যাবের অতিরিক্ত ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান শুরু করেছে।


সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সীতাকুণ্ড থানাধীন পাহাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেবকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নেওয়া হয়, সেখানে তিনি মারা যান।


সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানিয়েছেন, র‍্যাবের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র‍্যাব ও সেনা সদস্যদের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।


একাধিক সূত্রে জানা গেছে, পতেঙ্গা থেকে র‍্যাবের একটি টিম জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। হামলায় এক সদস্য গুরুতর আহত হন এবং তিন সদস্যকে জিম্মি করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আটকে পড়া সদস্যদের উদ্ধারে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে।


উল্লেখ্য, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ