Views Bangladesh Logo

লাঠিপেটা করা লাল টি-শার্ট পরা সেই ব্যক্তির পরিচয় মিলল

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার ভিডিওতে লাল টি-শার্ট পরা এক ব্যক্তিকে লাঠি হাতে এলোপাতাড়ি পেটাতে দেখা যায়। পরে তিনি নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়েছিলেন। অবশেষে জানা গেল ওই ব্যক্তির পরিচয়।

তার নাম মিজান। তিনি পুলিশের কনস্টেবল এবং পল্টন থানার ওসির গাড়িচালক। এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন আহত হন।

এর আগে লাল টি-শার্ট পরা ওই ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছিলেন ডিসি মাসুদ আলম।

মাসুদ আলম বলেন, তিনি যদি সত্যি পুলিশের সদস্য হতেন তাহলে অবশ্যই অন্য পুলিশ সদস্যরা চিনতে পারতেন। তিনি আসলে কে সেটা এখনও জানা যায়নি। তার পরিচয় শনাক্তের কাজ চলছে।

তিনি আরও বলেন, কোন পরিস্থিতিতে এবং কেন তাকে ছেড়ে দেয়া হয়েছে সেটাও জানার চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ