Views Bangladesh Logo

নুরের ওপর হামলা: অপরাধীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নুরুল হক নুরের ওপর হামলার ১৭ দিন পার হলেও অপরাধীদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি সরকার বলে অভিযোগ তুলেছে গণঅধিকার পরিষদ। সংগঠনের মুখপাত্র ফারুক হাসান বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম দেন।

ফারুক হাসান বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেয়, তবে আমরা রাজপথে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। সেই কর্মসূচির ধরন সময়মতো সবাই বুঝতে পারবে, সরকারও টের পাবে।

তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় সরকার যে তদন্ত কমিশন করেছে তার কার্যকাল ৩০ কার্যদিবস নির্ধারণ করা হয়েছে, যা মূলত সময়ক্ষেপণের কৌশল। তার ভাষায়, দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার তদন্তের নামে সময় নষ্ট করছে। গণমাধ্যমের ভিডিও ফুটেজে সেনা ও পুলিশের উপস্থিতিতে নূরকে রক্তাক্ত করার দৃশ্য রয়েছে। তারপরও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার নূরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার কথা থাকলেও নতুন জটিলতা দেখা দেয়ায় তা সম্ভব হচ্ছে না। ফারুক হাসান বলেন, গত রাতে হঠাৎ নূরের অবস্থার অবনতি হয়। পরীক্ষায় দেখা গেছে, তার নাকের হাড় ভেঙেছে, চোয়ালের অংশে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফলে ডান পাশ আংশিক অবস হয়ে আছে। তিনি এখনো সলিড খাবার খেতে পারছেন না; ডাক্তাররা তাকে তরল খাবারে রেখেছেন। এছাড়া লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে। চিকিৎসকেরা তাই তাকে আরও কয়েকদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান ডা. মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতি প্রসঙ্গে ফারুক হাসান বলেন, নূরকে বিদেশে চিকিৎসার আশ্বাস দিলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। শুরুতে সিঙ্গাপুরের কথা বলা হলেও পরে নানা দেশের নাম আসছে, যা সরকারের সদিচ্ছার অভাব প্রমাণ করে।

তিনি যোগ করেন, আমরা মনে করি সরকারের এ ধরনের টালবাহানা প্রতারণামূলক। তাই সরকার ঘোষিত প্রতিশ্রুতির ওপর নির্ভর না করে দলীয় ও পারিবারিকভাবে নূরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। সরকারের দয়া-দাক্ষিণ্যের ওপর আমরা নির্ভর করব না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ