‘আমার বাড়ি নিরাপদ না হলে, কারও বাড়িই নিরাপদ নয়’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, তার বাড়িতে হামলা-ভাঙচুর হলে দেশের কারও বাড়িই নিরাপদ নয়। শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে টাঙ্গাইল শহরের সোনার বাংলায় তার বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালায়।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, 'দেশকে অস্থিতিশীল করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সরকার সেই ষড়যন্ত্রে জড়িত কি না বলতে পারি না। তবে আমার মতো সর্বোচ্চ খেতাবধারীর বাড়িতে হামলা হলে অন্যদের নিরাপত্তার প্রশ্ন থেকেই যায়।'
বাসার কেয়ারটেকার রাজু মিয়ার বরাত দিয়ে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ১০-১৫ জন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে বাসায় হামলা চালায়। পরে মই বেয়ে গেট টপকে ভেতরে প্রবেশ করে তারা। এ সময় ভবনের নিচে থাকা দুটি গাড়ি এবং কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী আরও বলেন, 'ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনার সময় মব তৈরি করে আমার বড় ভাই লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছিল। অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার। আইনের ব্যত্যয় ঘটিয়ে যা করা হচ্ছে, তা বন্ধ করতে হবে। আমার বাড়িতে হামলার মধ্য দিয়ে সব হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।' তিনি দেশবাসীকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এদিকে একই দিনে টাঙ্গাইলের বাসাইল শহীদ মিনারে কাদেরিয়া বাহিনীর আয়োজনে মুক্তিযোদ্ধা সমাবেশ আহ্বান করা হয়। একই সময়ে ছাত্রসমাবেশের ব্যানারে অপর একটি পক্ষও সমাবেশ ডাকলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে