কাকরাইল কার্যালয়ে হামলা গণতান্ত্রিক শিষ্টাচারে আঘাত : জাতীয় পার্টি
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে এক বিবৃতিতে তিনি বলেন, “আমাদের পার্টি অফিসে বারবার হামলা ও অগ্নিসংযোগ শুধু একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক সহনশীলতা এবং আইনের শাসনের ওপর নগ্ন আঘাত।”
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে অক্ষম প্রমাণিত হওয়ায় দেশে কার্যত কোনো সরকার নেই বলেই মনে হচ্ছে। এ পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, “যারা এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারা দেশকে অস্থিতিশীল করে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। অথচ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা জাতির জন্য ভয়াবহ সংকেত।”
জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, এ হামলার ঘটনায় দেশের সাধারণ মানুষ, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও গণমাধ্যমের প্রতিনিধিরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিশেষ করে বিএনপি বিবৃতি দিয়ে যে সমর্থন দেখিয়েছে, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী এবং সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায় সরকারকে বহন করতে হবে।
বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন, জাতীয় পার্টি কোনো ষড়যন্ত্র বা দমনপীড়নে দমে যাবে না। পল্লীবন্ধু এরশাদের আদর্শ ও জনগণের ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে দল গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের সংগ্রাম চালিয়ে যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে