Views Bangladesh Logo

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘মাঝে মাঝে দুই-একটা খুনখারাবি হয়। হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। এটি বাংলাদেশে নতুন নয়। নির্বাচনে এসবের কোনো প্রভাব পড়বে না। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইসি সম্পূর্ণ প্রস্তুত। সবাইকে নিয়ে নির্বাচনে যাবে ইসি। দুশ্চিন্তা করা যাবে না।’

২০২৪ সালের তুলনায় দেশের বর্তমান পরিস্থিতি অনেক ভালো মন্তব্য করে তিনি বলেন, ‘তখন মানুষ ঘুমাতে পারত না। এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন হবে।’

তারুণ্যের শক্তির ওপর নতুন বাংলাদেশের স্বপ্ন নির্ভর করে জানিয়ে সিইসি বলেন, ‘তরুণরা যেমন ঊনসত্তর, একাত্তর ও চব্বিশে তাদের শক্তি দেখিয়েছে। এই নির্বাচন ঐতিহাসিক নির্বাচন। কেননা পোস্টাল ভোটিং হচ্ছে। এবার গণভোটও হবে। ইসির এই সাহসী পদক্ষেপের সঙ্গে তরুণদের অংশগ্রহণ থাকলে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করা ইসির জন্য সহজ হবে।’



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ