সাংস্কৃতিক সংগঠনে হামলা জুলাই চেতনারও পরিপন্থি: ফারুকী
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এই জাতীয় শোকের সময়ে একটি হিংস্র গোষ্ঠী পরিকল্পিতভাবে ছায়ানটে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে। সাংস্কৃতিক সংগঠনে হামলা কেবল একটি ফৌজদারী অপরাধই নয়, জুলাই গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থি।
আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন। ফারুকী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক শহীদ ওসমান হাদির শহিদ মৃত্যুতে জাতি যখন শোকাহত, ঠিক সেই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার ঘটনা ঘটেছে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ছায়ানট ভবনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা হচ্ছে। এ বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ছায়ানট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার এই সংকটময় সময়ে সকল ধরনের হিংস্রতা ও উগ্রতার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই। তিনি সকল হিংস্র গোষ্ঠীর বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে