আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা লালন এবং শহীদ–আহত পরিবারের পুনর্বাসনে সহায়তার উদ্দেশ্যে ‘স্পিরিটস অব জুলাই’ ও দেশের শীর্ষ লাইভ–এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান ‘মেইন স্টেইজ’ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত সংগীতানুষ্ঠান ‘মেইন স্টেইজ শো–২০২৫’। প্রধান আকর্ষণ হিসেবে অংশ নেবেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) পূর্বাচলের বাংলাদেশ–চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। আতিফ আসলামের পাশাপাশি ফুয়াদ, নেমেসিসসহ দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন।
এর আগে ২০২৪ সালের ২১ ডিসেম্বর স্পিরিটস অব জুলাই আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করে, যার পুরো আয়—১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা—হস্তান্তর করা হয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে।
এবারের আয়োজনে সংগৃহীত মোট লভ্যাংশের ৪০ শতাংশ জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের স্থায়ী পুনর্বাসনে ব্যয় করা হবে। এ বিষয়ে ২০২৫ সালের ২ নভেম্বর স্পিরিটস অব জুলাই এবং জেএসএসএফের মধ্যে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হয়।
স্পিরিটস অব জুলাইয়ের সংগঠনিক সম্পাদক মো. জাফর আলী (জাফর সাদিক) বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি কনসার্ট নয়—সঙ্গীতের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের হৃদয়ে ইতিবাচক পরিবর্তন আনা। আনন্দের সঙ্গে দায়িত্ববোধ ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।”
তিনি আরও জানান, কনসার্ট থেকে প্রাপ্ত আয়ের বড় অংশ ব্যয় হবে জুলাই শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে, যা এই আয়োজনকে শুধু বিনোদনের গণ্ডি ছাড়িয়ে মানবিক উদ্যোগে পরিণত করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে